FTII-এর নতুন মুখ, এলেন আর মাধবন

নতুন এই ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য অভিনেতাকে শুভকামনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

New Update
Madhavan.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সভাপতি এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আর মাধবন। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘অভিনেতা আর মাধবনের অভিজ্ঞতা ও মূল্যবোধ এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে’। নতুন এই ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য অভিনেতাকে শুভকামনাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

উল্লেখ্য, অভিনেতা হওয়ার পাশাপাশি আর মাধবন একজন লেখক, পরিচালক এবং প্রযোজক। ২০০০ সালে মণি রত্নমের ‘আলাই পাউথেয়’-এর মাধ্যমে তিনি তামিল ছবিতে খ্যাতি অর্জন করেন। তিনি চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন দক্ষিণী ছবির জন্যে এবং তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।

FTII-এর শেষ সভাপতি ছিলেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। অভিনেতা অনুপম খেরও এক বছর সভাপতির দায়িত্ব পালন করেন। যা জানা যাচ্ছে, মাধবনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সংস্থা।