ফলের দামও স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের!

ফলের দাম মারত্মক ভাবে চড়া। পাকা পেঁপে, লিচু, আপেল, পেয়ারা সবই ঊর্ধ্বমুখী। অন্য সময় বর্ষা পড়ার পর ফলের দাম কিছুটা হলেও কমে। তবে এবার চিত্রটা একেবারে আলাদা।

New Update
fruit

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অম্বুবাচি হয়ে গেছে, বিপত্তারিণী পেরিয়ে গেছে। কিন্তু দাম যেমনকার তেমনই থেকে গেছে। কোনও পরিবর্তন হয়নি ফলের দামে। ১০০ গ্রাম জাম বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। অর্থাৎ ১ কেজির দাম ৩০০ টাকা।

আম – ৮০-১০০ টাকা কেজি

কাঁঠালি কলা – ডজন প্রতি ৮০ টাকা

তরমুজ – ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য ফলের দামও চড়া। পাকা পেঁপে, লিচু, আপেল, পেয়ারা সবই ঊর্ধ্বমুখী। অন্য সময় বর্ষা পড়ার পর ফলের দাম কিছুটা হলেও কমে। তবে এবার চিত্রটা একেবারে আলাদা। মে মাস থেকে ওই যে ফলের দাম বৃদ্ধি পেয়েছে, তা এখনও কমার কোনও লক্ষ্য নেই। অন্তত তেমন কোনও আশা দেখাতে পারছেন না বিক্রেতারা। ফলে ক্রেতারাও মুখভার করেই ফিরছেন বাজার থেকে।