New Update
/anm-bengali/media/media_files/5xkzZhIY42Jubi5SOEyQ.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাকরি দেওয়ার নাম করে লক্ষ্যাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল অঙ্কিতা সাউ নামে এক মহিলার বিরুদ্ধে।
ঘটনায় জানা গেছে যে অঙ্কিতা সাউ পরিচয় পত্র দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে এলাকায় টাকা তুলতো। কখনো পিডব্লিউডি, ইঞ্জিনিয়ার আবার কখনো তার স্বামী পুলিশ আধিকারিক এই পরিচয় পত্র দেখিয়ে চাকরি দেওয়ার টোপ ফেলে প্রতারিত করত। স্থানীয় এলাকা বেলদা কেশিয়াড়ি সবং এলাকায় মানুষজন প্রতারিত হয়েছে। দাঁতন থানায় লিখিত অভিযোগের পর অঙ্কিতা সাউকে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us