প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভাইস প্রেসিডেন্টের নাম জানালেন ট্রাম্প!

এবার ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ালেন জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
neyjr

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "একজন নতুন বন্ধু এবং অংশীদারকে লড়াই করার জন্য আমার পাশে পেয়ে আমি ভীষণ রোমাঞ্চিত।

yfgu.webp

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, ওহাইওর বর্তমান সেনেটর - জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা।"

trump 2.jpg



Adddd