দু'দিনের মধ্যে লাভলিকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে

অরবিন্দর সিং লাভলির দিল্লি কংগ্রেসের প্রধানের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ। 

New Update
zdfcgvhjbkn,m.

নিজস্ব সংবাদদাতা: অরবিন্দর সিং লাভলির দিল্লি কংগ্রেসের প্রধানের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মহম্মদ বলেছেন, "দলের মধ্যে মতভেদ থাকতে পারে।

Congress ex-MLA held for misbehaving with Delhi Police officer

লাভলি যদি হতাশ হতেন, পদত্যাগ করতে চাইতেন, তাহলে তিনি নীরবে মল্লিকার্জুন খাড়গের কাছে তার পদত্যাগপত্র অর্পণ করতে পারতেন। ইস্তফার কারণ চিঠিতে উল্লেখ করে তিনি পদত্যাগ করতেই পারতেন।

All sizes | Asif Mohammad Khan, MLA, Okhla | Flickr - Photo Sharing!

যদি তার উদ্দেশ্য খারাপ না হত তাহলে তিনি নীরবে ইস্তফা দিয়ে দিতেন। বিজেপিকে লাভবান করতে তিনি প্রকাশ্যে পদত্যাগের চিঠিটি এনেছেন। আমি বলতে পারি যে, হর্ষ মালহোত্রার জায়গায় বিজেপির তরফে আর এক থেকে দু'দিনের মধ্যে লাভলিকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।" 

Add 1