নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতেই পরলোক গমন করেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি। আজ তার মৃতদেহ তার পাটনার বাসভবনে আনা হয়েছে।
/anm-bengali/media/media_files/sKlw4WOFuKTghFhaHnKg.JPG)
গত ৭ মাস ধরে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।
/anm-bengali/media/media_files/B69FBy0ohqmKxZgUQ4ed.webp)
কিন্তু, গতকাল রাতেই তার লড়াই শেষ হয়। তিনি পাড়ি দেন পরলোকের পথে।
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)