/anm-bengali/media/media_files/2024/12/18/DILdbW8Gd91UR7YU0Gur.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরা: ডেবরায় অঞ্চল সভাপতির টাকা নেওয়ার যে ফুটেজ সিপিএম এবং বিজেপি ভাইরাল করেছিল। সেই ঘটনায় ওই অঞ্চল সভাপতি বিনোদবিহারী দেকে শোকজ করলো দল। তার কাছে তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/31b0cd19-4d9.png)
এ বিষয়ে ডেবরা ব্লকের রাধামোহনপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনোদবিহারী দে বলেন আমাকে ব্লক সভাপতি শোকজ করেছিল।তিন দিনের মধ্যে উত্তর দিতে বলেছিল বিষয়টি কী ছিল তা জানার জন্য। আমি তার উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি।
/anm-bengali/media/post_attachments/85f9a2a4-93d.png)
ওই দিন আমাদের গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল। সেই সময় পিংলার কয়েকজন যুবক গ্রাম পঞ্চায়েতে এসেছিল গাছের নষ্ট হওয়া ডাল গুলি কাটার জন্য। সেই সময় গ্রাম পঞ্চায়েতের ফান্ডে টাকা দেওয়ার জন্য দশ হাজার টাকা আমাকে গুনতে দেওয়া হয়েছিল। আমি গুনে তা গ্রাম পঞ্চায়েতে দিয়েছি। তার রসিদও আছে। সিপিএমের এক পঞ্চায়েত ভাগ না পেয়ে এই ধরনের চক্রান্ত করেছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য।
\
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us