New Update
/anm-bengali/media/media_files/IamP1NTQaQBiSR9sU6IY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বদল আবহাওয়ায় ধোঁয়াশা ঘেরা সকাল। আর তাতেই যেন বোঝা যাচ্ছে হাওয়া বদলের বিষয়টি। বৃষ্টির দাপট আর নেই। বদলে গেছে আবহাওয়া। বৃষ্টির দাপট কমে ফের ফিরেছে সেই গরম। তবে আবহাওয়ার খানিকটা পরিবর্তন ঘটায়, অস্বস্তিজনিত গরমের বদলে শুকনো গরমই অনুভব করছে জেলাবাসী।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ হুগলীর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। তবে রিয়েল ফিল অনেকটাই বেশি। দিনের বেলায় তাপমাত্রার রিয়েল ফিল প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের দিকে তাপমাত্রার রিয়েল ফিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us