New Update
/anm-bengali/media/media_files/jcmE4PrQB7oHAZGBkxCu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটারেরও কম। ফলে স্বাভাবিক ভাবেই সকাল থেকে বাতিল একাধিক বিমান। আর বহু বিমান দেরিতে চলছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ৪১টি উড়ান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। দৃশ্যমান্যতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়ছে। স্বাভাবিকভাবেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিমানযাত্রীদের। কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।