মাছের বাজার: মাছ খেতে ভুলে যান,পকেটে টান পড়বে সেখানেও!

রুই মাছ থেকে ইলিশ, কিংবা কাতলা থেকে ভেটকি দামের আঁচে পুড়ছে মাছ বাজার। রুই মাছ আগে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হত, সেই মাছই আজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে।

New Update
fish new

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাঙালি মানেই বলা হয় মাছে-ভাতে বাঙালি। খুব কম মানুষই আছেন যারা মাছ খেতে ভালোবাসেন না। কিন্তু বর্তমানে বাজার দর যেভাবে ঊর্ধ্বমুখী তাতে, বোধহয় এবার মাছ খেতে ভুলে যেতে হবে বাঙালিকে। সামান্য রুই-কাতলা থেকে শুরু করে ইলিশ-চিংড়ি। যাতেই হাত দিন না কেন, পকেটে টান ধরাবেই।

যে রুই মাছ আগে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হত, সেই মাছই আজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে। কোথাও কোথাও সেটা হয়ে যাচ্ছে ২৫০টাকা কেজি। কাতলা যা বিক্রি হত ৩০০-৩৫০ টাকা কেজি দরে, এখন তা অতীত। কেননা, এখন সেই মাছ বিকোচ্ছে ৪০০-৪৫০ টাকা কেজি দরে।

এবার আসা যাক ইলিশে। বর্ষার মরশুম, মাছপ্রেমী মানুষেরা তাকিয়ে থাকে এই সময়ই। কেননা সস্তায় প্রচুর ইলিশ খাওয়া যায়। তবে এবারে ইলিশের দাম এখনও ১২০০-র নীচে নামেনি। তাই ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না মধ্যবিত্তের।