নিজস্ব সংবাদদাতা: এই প্রথম এল তাঁদের খবর। ১০ দিন পেরিয়ে যাওয়ার পর এই প্রথম। উত্তরকাশীর টানেল উদ্ধার অভিযানের ঘটনায় এই প্রথম উদ্ধারকারী দল যোগাযোগ করতে পারল আটকে থাকা ৪১ জন শ্রমিকের সাথে। তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করার সাথে সাথে আটকে পড়া শ্রমিকদের প্রথম দৃশ্যও সামনে এসেছে।
যা জানা যাচ্ছে, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছে এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা। আর তাঁদের কাছে পাঠানো হয়েছে ওয়াকি-টকি। সেই দুইয়ের সাহায্যে তাঁদেরকে দেখাও গিয়েছে এবং কথা বলাও সম্ভব হয়েছে। ১০ দিন পর এই যোগাযোগ উদ্ধার অভিযানকে যেন নতুন করে চাঙ্গা করে তুলেছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)