মাধ্যমিকে প্রথম দশে কত জন আছে জানেন?

প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাইস্কুলের পরীক্ষার্থী।

New Update
madhyamikresult

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছর প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। দক্ষিণ ২৪ পরগণা থেকে ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগণার ২ জন, হাওড়ার ১ জন, মালদার ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলী থেকে ২ জন, নদীয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।  

প্রথম স্থানাধিকারী পড়ুয়া হল চন্দ্রচূড় সেন, কোচবিহারের রামভোলা হাইস্কুলের পরীক্ষার্থী সে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২।

vghj

result

Add 1