New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: গতকালই সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। আর আজ সেই মামলায় হল প্রথম জামিন। জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্ন কুমার রায়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন তিনি। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা গ্রেফতারের পর একে একে সিবিআই-এর জালে ধরা পড়েন প্রদীপ সিং ও প্রসন্নকুমার রায়। এদিন, প্রসন্নকুমার রায়ের হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতগি। আর তারপরই জামিন পেয়ে গেলেন তিনি।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us