নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির জিন্দ মেমু ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা নিয়ে উত্তর রেলের সিপিআরও হিমাংশু শেখর উপাধি বলেন, "আজ জিন্দ থেকে দিল্লিগামী প্যাসেঞ্জার ট্রেনে এক যাত্রী তাঁদের ব্যাগে একটি পটাশ বন্দুক নিয়ে আসেন। এভাবেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অধিকতর তদন্ত চলছে।"