নাবী ধসা রোগে পঁচে যাচ্ছে মাঠের পর মাঠ আলু , ক্ষতির সম্মুখীন চাষিরা

সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন চাষিরা।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ আলু চাষে নাবী ধসা রোগে পঁচে যাচ্ছে মাঠের পর মাঠ আলু। বিনপুর-১ নম্বর ব্লকের নেপুরা, সিজুয়া, বেলাটিকরি এলাকায় এমনটাই চিত্র। ঝাড়গ্রাম জেলার সব থেকে বেশি আলু চাষ হয় লালগড় ব্লকে। এর মধ্যে নেপুরা অঞ্চলে আলু চাষে নাবি ধসা রোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষীদের দাবি।  

এ বছর ব্লকে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে আলু লাগানোর পর অকাল বৃষ্টিতে মাঠেই আলু পচে যায়। বেশি লাভের আশায় সেই জমি ভাঙ্গিয়ে চাষের উপযোগী করে তুলে পুনরায় চাষিরা আলু লাগান। তার জন্য চাষের খরচও বৃদ্ধি পায় এবং আলু গাছ বেরোতে অনেক দেরি হয়ে যায়। এখন আলু গাছ শাখা-প্রশাখা বিস্তার করে সবে আলু ধরতে শুরু করেছে। এর মধ্যেই ধসা রোগে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা চরম সমস্যায় পড়েছে। তাদের দাবি চাষের খরচাও উঠে আসবেনা। এহেন অবস্থায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে তারা। 

Add 1