বেআইনি বাজি তৈরি করতে গিয়ে জখম বাবা-ছেলে

বাড়িতে বসে চলছিল বেআইনি বাজি তৈরির কাজ। আচমকা বিস্ফোরণে পায়ে চোট পান বলাই চাঁদ মান্না (৬২)। জখম হয়েছে তার ছেলেও। নাকে চোট পেয়েছেন প্রহ্লাদ মান্না (৩৪)। বাবা ও ছেলেকে তমলুকের আনন্দলোক নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
bazi

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে বসে চলছিল বেআইনি বাজি তৈরির কাজ। আচমকা বিস্ফোরণে পায়ে চোট পান বলাই চাঁদ মান্না (৬২)। জখম হয়েছে তার ছেলেও। নাকে চোট পেয়েছেন প্রহ্লাদ মান্না (৩৪)।  বাবা ও ছেলেকে  তমলুকের আনন্দলোক নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে প্রায় ৫০ কেজি আতশবাজি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত বাজি জলে ফেলে দেওয়া হয়েছে। আইপিসি ও রাজ্যের সার্ভিস আইনের ২৪/২৬ ধারায় একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে।