New Update
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের (West Bengal) প্রস্তাবে ফের আলোড়ন তৈরি হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (CM Mamata Banerjee) প্রস্তাব অনুযায়ী, ১৫ দিনে নার্স (Nurse) এবং তিন বছরের মধ্যে চিকিৎসক (Doctor) হওয়ার সুযোগ আসতে চলেছে রাজ্যে। এমন প্রস্তাবের সরাসরি বিরোধিতা করছেন চিকিৎসক মহলের একাংশ। অভিজ্ঞ চিকিৎসক সুশান্ত ব্যানার্জীর বক্তব্য তুলে ধরেছে রাজ্য বিজেপি (BJP)। ডাক্তার সুশান্ত ব্যানার্জী সরাসরি জানিয়েছেন, '১৫ দিনে নার্স, তিন বছরে ডাক্তার তৈরি হয় না।'
১৫ দিনে নার্স এবং ডিপ্লোমা ডাক্তার! স্বাস্থ্য ব্যাবস্থাকে মৃত্যুপুরীতে পরিনত করবার পথে তৃণমূল সরকার। pic.twitter.com/dzbwsf3AXU
— BJP Bengal (@BJP4Bengal) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us