/anm-bengali/media/media_files/IubeDd3qJ6dCQ3oRJ8SZ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এটা রাজ্যপালের কামাল নাকি প্রাক্তন বিচারপতির? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নাকি এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! পঞ্চায়েত ভোটের আগে এমন চমকও পেতে হল রাজ্যকে।
রাজভবনের তরফে জানানো হল, ‘শান্তি ও সামাজিক সংহতি কমিটি’ গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই কমিটির নেতৃত্বে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। একই সঙ্গে তাঁকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদেও বসিয়েছে রাজভবন। রাজ্যপালের এই পদক্ষেপে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব আরও তীব্রতর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
Dr. Bose forms a Peace & Social Integration Committee headed by former CJ Cal High Court Subhro Kamal Mukherjee who has consented to be the interim VC of RBU.
— Governor of West Bengal (@BengalGovernor) July 5, 2023
It will study menace of violence in society, how it affects student community, the NextGen & education system in Bengal. pic.twitter.com/Yfcix35FQ2
প্রাক্তন বিচারপতি মুখোপাধ্যায়ের নিয়োগের আগে রবীন্দ্রভারতীতে অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। তাঁর মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর প্রায় ২ মাস বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার পর তিনি রাজ্যপালকে চিঠি দিয়ে তাঁকে পদ থেকে অব্যহতি দেওয়ার অনুরোধ করেন। রাজ্যপাল সেই অনুরোধ মেনে নিয়ে নির্মাল্যকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন। নির্মাল্যর মেয়াদ শেষ হওয়ার পর প্রাক্তন বিচারপতি মুখোপাধ্যায় হলেন রবীন্দ্রভারতীর নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য।
প্রসঙ্গত, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে এই মুহুর্তে স্থায়ী উপাচার্য নেই। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য তৈরি হয়েছে। রাজ্য-রাজভবন সংঘাতে তাই ঝুলেই রয়েছে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া। যে কারণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভুগতে হচ্ছে বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us