১০০০ টাকাতেই এবার হবে সব !

বহু মানুষ উপকৃত হতে চলেছেন।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ১০০০ টাকা দিলেই এবার হবে সব সমস্যার সমাধান। রাজ্য বাজেটে এবার অর্থ প্রতিমন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ফ্ল্যাট, বাড়ি বা জমির দাম যাই হোক সর্বাধিক ১০০০ টাকা দিলেই তা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নথিভুক্তকরণ সম্ভব হবে।

রাজ্য সরকারের এই ঘোষণার ফলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন।এই পর্যন্ত জমি, সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য দিতে হত ০.৫ শতাংশ স্ট্য়াম্প ডিউটি। নতুন নিয়ম ঘোষণার আগে কোনও বাড়ি বা সম্পত্তির মূল্য যদি ৬০ লাখ হত সেক্ষেত্রে তাঁদের দানপত্রের স্টাম্প ডিউটি বাবদ কর দিতে হত ৩০ হাজার। কিন্তু, এবার থেকে তা হাজার টাকাতেই হবে। ফলে সাধারণ মানুষের বড় একটা টাকা সাশ্রয় হয়।

চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান যে, সমস্ত সরকারি বিভাগ, সংস্থা এবং পুরসভার ক্ষেত্রে এই নয়া নীতি প্রযোজ্য হতে চলেছে। যাতে গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা বজায় রাখা যায় সেই জন্য একটি পোর্টাল চালু করা হবে। এর ফলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন।

স

স্ব

স