New Update
/anm-bengali/media/media_files/oUgtBumHvGE9n8jS58iA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ১০০০ টাকা দিলেই এবার হবে সব সমস্যার সমাধান। রাজ্য বাজেটে এবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ফ্ল্যাট, বাড়ি বা জমির দাম যাই হোক সর্বাধিক ১০০০ টাকা দিলেই তা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নথিভুক্তকরণ সম্ভব হবে।
চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান যে, সমস্ত সরকারি বিভাগ, সংস্থা এবং পুরসভার ক্ষেত্রে এই নয়া নীতি প্রযোজ্য হতে চলেছে। যাতে গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা বজায় রাখা যায় সেই জন্য একটি পোর্টাল চালু করা হবে। এর ফলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us