ভয়াবহ, দেশে জাতিগত সংঘর্ষ! মৃত ১১ জন

কঙ্গোর পশ্চিমাঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজের নেতা জানিয়েছেন।

ad11rain

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০২২ সালে শুরু হওয়া টেকে এবং ইয়াকা সম্প্রদায়ের মধ্যে সংঘাতের কারণে রাজধানী কিনশাসার নিকটবর্তী বেশ কয়েকটি প্রদেশে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।

aad

জাতিসংঘের মতে, এই সংঘাতে কমপক্ষে তিন হাজার মানুষ নিহত এবং দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

aad

গ্রামপ্রধান স্ট্যানি লিবি ও সুশীল সমাজের নেতা মার্টিন সুতা জানিয়েছেন, মাই-এনদোম্বে প্রদেশে সংঘর্ষে ইয়াকা সম্প্রদায়ের সঙ্গে মিত্র ১০ মোবোন্দো জঙ্গি নিহত হয়েছে।