এগরা বিস্ফোরণের নেপথ্যে TMC নেতা? ভানু বাগকে নিয়ে প্রশ্ন

পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরায় (Egra Blast) ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণের ফলে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে ভানু বাগ (Bhanu Bag) নামের এক ব্যক্তির কথা।

author-image
Pritam Santra
New Update
egra blast

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরায় (Egra Blast) ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণের ফলে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে ভানু বাগ (Bhanu Bag) নামের এক ব্যক্তির কথা। এই কারখানা নাকি ভানুর। অভিযুক্তের নাম কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। শোনা যায় ভানু বাগ তৃণমূল (TMC) কর্মী। যদিও এই দাবি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "যদি তিনি তৃণমূলের লোক হতেন, তাহলে বেআইনি বাজি কারখানা চালানোর জন্য কেন রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল?" পরে জামিন পেয়ে গিয়েছিলেন ভানু বাগ। ঘটনার প্রেক্ষিতে গৃহমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanata Majumdar)।