পুজো মিটতেই নজরে মন্ত্রী, তবে কি ফের…

আজ সকাল সাড় ৬টার পর মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jyoti new.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুজো মিটতেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। এবার ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সল্টলেকের BC ব্লকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল সাড় ৬টার পর তাঁর বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা।

শুধু মন্ত্রী নন, নাগেরবাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের সেই সময়ের আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও হানা দিয়েছে ইডি। একযোগে, ৬-৭টি জায়গায় চলছে তল্লাশি। রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে এর আগে বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ইডি। গ্রেফতার করা হয় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। একাধিক জায়গায় বাকিবুরের বিপুল সম্পত্তির খোঁজ মেলে। আর এবার নজরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।