New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: বছর শেষে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের হানা ইডির। সাতসকালে একযোগে ৯ জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। বড়বাজার এবং ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে আবাসনে হানা দিয়েছে ইডি। মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দুই ব্যবসায়ীর দুটি ফ্ল্যাটে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বড়বাজারেও নেতাজি সুভাষ রোডে একটি অফিসে হানা দিয়েছে ইডি। তবে কি কারণে এই তল্লাশি অভিযান, তা এখনও স্পষ্ট করে জানায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us