New Update
/anm-bengali/media/media_files/lk9xBp7AJk14gvxihpMG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। সাতসকালে ঘটল এই দুর্ঘটনা। মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us