/anm-bengali/media/media_files/2025/07/08/img_2072-2025-07-08-13-35-07.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে ছড়াচ্ছে নতুন আতঙ্ক — ‘জলাতঙ্ক’। যদিও এটি কোনো রোগ নয়, বরং বন্যার ভয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের ঘনঘটা আর তার সঙ্গে মৌসুমী অক্ষরেখার সংযুক্তি, এই দুইয়ের জোড়া ফলেই জেরবার দক্ষিণবঙ্গ। মঙ্গলবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।
এর মধ্যেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ডিভিসি (DVC)-র জলছাড়া। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে DVC। পাশাপাশি মাইথন ও পাঞ্চেত থেকেও ৪০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর আবারও প্লাবনের আশঙ্কা গাঢ় হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। কিন্তু মাইথন ও পাঞ্চেত সংলগ্ন অঞ্চলে রাতভর মেঘভাঙা বৃষ্টির কারণে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৬ হাজার কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছে DVC।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/7ec7178f10495a9588e9ffe00aad5f71-2025-07-08-13-36-31.jpg)
এমন জলছাড়ার ফলে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে হাওড়া ও হুগলি জেলার মানুষ। আগেও ডিভিসির জলছাড়ার কারণে এই অঞ্চলগুলি ভেসে গিয়েছে, চাষবাসের বিপুল ক্ষতি হয়েছে। জল ঢুকে পড়েছে বাড়িঘরে। ডিভিসির বিরুদ্ধে এর আগেও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার।
বর্তমানে রাজ্যে অতিভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে DVC-র এই একাধিক ব্যারেজ থেকে একের পর এক জলছাড়া একপ্রকার বন্যার আশঙ্কা তৈরি করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us