নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের রায়পুরে কিষাণ মহাকুম্ভ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, " ২০১৪ সালের আগে কংগ্রেস সরকারের আমলে কৃষি বাজেট ছিল মাত্র ২৫ হাজার কোটি টাকা। বিজেপি সরকারের আমলে তা বেড়ে আজ ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা হয়েছে। ধান ফসলের বর্তমান ন্যূনতম সহায়ক মূল্যে অতিরিক্ত ১০০০ টাকা দেওয়া হয়েছে। ''
/anm-bengali/media/media_files/i2ooExDUvQOlAPRx2YKf.jpg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)