/anm-bengali/media/media_files/pqmO7mePMjqJROztVGjh.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ‘বাজলো ছুটির ঘন্টা!’ না, এখনও ছুটির ঘন্টা বাজতে আরও কিছুটা সময় বাকি। তবে আকাশ-বাতাস কিন্তু ইতিমধ্যেই জানান দিতে শুরু করেছে মা আসছে ঘরে। দেখতে দেখতে ১০০ পেরিয়ে এবার ৫০-এর ঘরে আমরা।
পুজোর আর বাকি ৫০ দিন। আসছেন মা, তাই ব্যস্ত গোটা বঙ্গই। কুমোরটুলি থেকে মুদিয়ালি, শোভাবাজার থেকে বাগবাজার, এখন প্রস্তুতি তুঙ্গে। প্রতিমা শিল্পীদের, মণ্ডপ সজ্জার শিল্পীদের এখন নিঃশ্বাস নেওয়ার ফুরসৎ নেই। সর্বত্রই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব। যে প্রতিমাগুলি দেশের বাইরে যাবে, তা ইতিমধ্যেই প্রস্তুত। কেননা এবার পাড়ি না দিলে সঠিক সময়ে পৌঁছবেন না মা। তাই সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে কুমোর পাড়ায়।
অন্যদিকে, মণ্ডপ গুলিতেও চলছে জোরকদমে কাজ। হাতে সময় কমছে নিত্যদিন, আর তাই এবার জোরকদমে শেষ করতে হবে কাজ। ফলে সকাল-বিকাল এখন প্রচণ্ড ব্যস্ত মণ্ডপ সজ্জার শিল্পীরা, কারিগররা। আর এই সব দেখতেই দেখতেই একে একে পেরিয়ে যাবে এই ৫০ দিনও। আর তারপরই মায়ের বোধন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us