শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল, আগামীদিনে ছাত্র ছাত্রীদের স্কুল বদলের পরিস্থিতি

স্কুল বদলের পরিস্থিতি।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ৮৩ জন পড়ুয়া আর একজন মাত্র শিক্ষক। আর সেই জন্য স্কুলে হচ্ছে না ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। থাকছে নিরাপত্তার ঘাটতিও এমনই অভিযোগ তুলছে পড়ুয়া,অভিভাবক থেকে শিক্ষকরা। বারবার শিক্ষা দপ্তরে জানিয়েও মিলেনি শিক্ষক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়ের। বর্তমানে শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে,  পড়ুয়াকে নিয়ে হিমশিম খাচ্ছেন ওই স্কুলের বর্তমান শিক্ষক অর্ধেন্দু পাল। তিনি বলেন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা কক্ষে আর চতুর্থ শ্রেণী অন্য একটি কক্ষে এইভাবেই চলছে পঠন পাঠন আমি একা সামলাতে পারছিনা সমস্যা হচ্ছে। তবে ওই এলাকারই ওই স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মাল মাঝেমধ্যে স্কুলে গিয়ে অর্ধেন্দু বাবুকে সাহায্য করেন। ক্লাস নেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

যদিও এই বিষয় নিয়ে শিক্ষাকর্মাধ্যক্ষ পুতুল চৌধুরী বলেন এই অভিযোগটা আমি শুনেছি এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগ হবে। 

স

cityaddnew

স