কল থেকে পড়ে না জল! গরমে তৃষ্ণা মেটাতে কাহিল গ্রামবাসী

শোলাডহর এলাকায় জলের সমস্যার জন্য বছর খানেক আগে PHE ডিপার্টমেন্টের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি বাড়িতে কলের ব্যবস্থা করা হয়েছিল। বাড়িতে বাড়িতে কল বসানো হলেও তাতে আর মিলছে না জল।

author-image
Pallabi Sanyal
New Update
শোলাডহর এলাকা

শোলাডহর এলাকা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাড়িতে কল থাকলেও তাতে মিলছে না জল। প্রখর গরমে পানীয় জলের সমস্যায় এলাকাবাসী। 

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের গোপালী অঞ্চলের অন্তর্গত শোলাডহর এলাকায় প্রায় দুই বছর ধরে পানীয় জলের সমস্যা লেগে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় এই প্রখর গরমে এলাকাবাসীরা প্রায় এক, দেড় কিলোমিটার দূরে পৌরসভা এলাকায় গিয়ে  পানীয় জলের বালতি বয়ে নিয়ে আসছে। দিনের পর দিন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বহুবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। শতাধিক পরিবার থাকে এই শোলাডহর এলাকায়। বেশিরভাগ লোকের বাড়িতেই নামমাত্র পানীয় জলের কল লাগানো রয়েছে। কিন্তু সেই কলে আসে না জল, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।  শোলাডহর এলাকায় জলের সমস্যার জন্য বছর খানেক আগে PHE ডিপার্টমেন্টের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি বাড়িতে কলের ব্যবস্থা করা হয়েছিল। বাড়িতে বাড়িতে কল বসানো হলেও  তাতে আর মিলছে না জল।