মাধ্যমিকেও এবার পোশাকবিধি ! স্পষ্ট জানিয়ে দিল WBBSE

মাধ্যমিকের নিয়মে আসবে নয়া পরিবর্তন।

author-image
Adrita
New Update
র

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিকে এবার নয়া চমক আনতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে, আগামী বছরের মাধ্যমিকে এবার থেকে মানতে হবে পোশাকের নিয়মবিধি। জানা গিয়েছে যে, মূলত কারচুপি রুখতেই এই পদক্ষেপ বোর্ডের। তবে পুরোপুরি পোশাকবিধি জারি নাও হতে পারে। বদলে কোনও কোনও নির্দিষ্ট পোশাক আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে সংশ্লিষ্ট মহল সূত্রে। এরপরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন এরকম সিদ্ধান্ত নিতে চলেছে পর্ষদ ?

পর্ষদের তরফে সে ব্যাপারে কিছু না জানালেও শিক্ষক-শিক্ষিকারা মত পোষণ করেছেন এই ব্যপারে। তারা বলছেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সময় সেভাবে ঠান্ডা ছিল না। তবুও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় জ্যাকেট, সোয়েটার পড়েছিল। এমনকি মাথাও ঢাকা ছিল কারো কারোর। 

Add 1