আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া ও অস্ট্রিয়া সফরের বিষয় সম্পর্কে মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির পররাষ্ট্র দপ্তরের ইন-চার্জ ডক্টর বিজয় চৌথাইওয়ালে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
NHDG

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া ও অস্ট্রিয়া সফরের বিষয় সম্পর্কে, ভারতীয় জনতা পার্টির পররাষ্ট্র দপ্তরের ইন-চার্জ ডক্টর বিজয় চৌথাইওয়ালে বলেছেন, "এর দুটি দিক রয়েছে - প্রথমত, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা; দ্বিতীয়ত, মোদীজিকে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

yjer

মোদীজি ১৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। একজন ভারতীয় প্রধানমন্ত্রী ৪০ বছর পরে অস্ট্রিয়া সফর করছেন।

Indian diaspora across the world & how we shape it

এটি অস্ট্রিয়ার প্রতি পূর্ববর্তী সরকার, বিশেষ করে কংগ্রেস সরকারের অজ্ঞতা ও অবহেলাকে প্রকাশ করে। ভারত-অস্ট্রিয়ায় বিপুল পর্যটন শিল্প বিস্তারের সম্ভাবনা রয়েছে।"

 

Adddd