/anm-bengali/media/media_files/0bRMnjo3wCKEqyhh3FXF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ট্রাম্পের ভোলবদল বললে ভুল হবে না। কার্যত এক প্রকার রাগ করেই ২০২১ সালে টুইটারকে বিদায় জানিয়েছিলেন তিনি। আর তারপর ২ বছর পর ফিরলেন সেখানেই, তাও আবার কিনা গ্রেফতারির পর!
টুইটার এখন ‘এক্স’ নামে পরিচিত। আর সেই ‘এক্স’ মাধ্যমেই তার নিজের মুখের শট পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। যে সে মুখের শট না; এই ছবির সাথে মিল রয়েছে তাঁর গ্রেফতারির পর যে ছবি প্রকাশ্যে এসেছিল, সেই ছবিরই। তিনি সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।
Former President Donald Trump returns to X (formerly known as Twitter) by posting his mugshot pic.twitter.com/bvxnhcam9M
— ANI (@ANI) August 25, 2023
প্রসঙ্গত, ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় জর্জিয়ায় তাণ্ডব এবং ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তারপরই ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয় কারাগার থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ট্রাম্পের মুখের ছবি প্রকাশ করা হয়। এই বছর এটি ট্রাম্পের চতুর্থ অভিযোগ, তবে এই প্রথমবার তাঁর মুখের ছবি নেওয়া হয়েছে। অবশ্য পরবর্তীতে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ২০০,০০০ ডলারের ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us