ডেঙ্গির হানা, এবার শিকার চিকিৎসক

চারদিন চিকিৎসা চলার পর আজ ভোরে মৃত্যু হয় ওই চিকিৎসকের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
incidents2019-dengue-mehedi-hasan-1577642683247.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের ডেঙ্গির জেরে মৃত্যু। এবার ডেঙ্গির জন্যে প্রাণ হারাল চিকিৎসক। আজ ভোরে মৃত্যু হয় দক্ষিণ কলকাতার বাসিন্দা এক চিকিৎসকের। পরিবারের কাছ থেকে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। আচমকা প্লেটলেট নেমে যাওয়ায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসা চলার পর আজ ভোরে মৃত্যু হয় ওই চিকিৎসকের।