New Update
/anm-bengali/media/media_files/nuqpPcDjCTWVo42HIkiC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের প্রায় ৩৬ ঘন্টা পর ভিডিও বার্তায় দলীয় কর্মীদের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেছেন- ‘এই রক্তাক্তের নৈরাজ্য সত্ত্বেও পঞ্চায়েতে সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য আমি গর্বিত। একই সাথে আমি অভিনন্দন জানাই আমাদের সমস্ত কর্মকর্তা ও নেতৃত্বকে”। আগে দেখে নিন সেই ভিডিও –
I am proud and congratulate all our Karyakarta and leadership for fighting bravely in the Panchayat against TMC despite the bloody anarchy. pic.twitter.com/Pz6Ai4bzgC
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 9, 2023
তবে এরকম সন্ত্রাসমূলক নির্বাচনের এতো ঘন্টা পর দিলীপ ঘোষ কেন ভিডিও বার্তা দিলেন, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক তর্জা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us