Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/muBDRhqEcYD6eIjmAVjj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরে মুখোমুখি সংঘাত শুরু বিজেপি-তৃণমূলের। স্লোগান, পালটা স্লোগানে উত্তেজনা ছড়াচ্ছে এলাকায় এলাকায়। এবার ‘থাপ্পড়’ মারার মত কথাও বলে ফেললেন দিলীপ ঘোষ।
/anm-bengali/media/media_files/NsIsVJIje6U5jlSJK40a.jpg)
মেদিনীপুরে বিজেপি সাংসদ এক জনসভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন। এদিন তিনি বলেন, ‘জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাঁদের ভয় পায় না। কানের নীচে একটা থাপ্পড় মারব, ৭ দিন শুনতে পাবে না। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি’। এমনই হুঙ্কার দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তবে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি তা অবশ্য জানা যায়নি।
/anm-bengali/media/media_files/ICrR0JXknaB9zDGcPWyA.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us