নিজস্ব সংবাদদাতা: ফের মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে তীর্যক পূর্ণ মন্তব্য গেরুয়া শিবিরের। গতকাল প্রশ্ন তুলে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বললেন, “এটা আসল চোট নাকি রাজনৈতিক চোট? তা বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায় তাঁর। এদিকে সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল তাঁকে”। এদিন এমন ভাবেই তীর্যকপূর্ণ মন্তব্যে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ ঘোষ।
এটা কি রাজনৈতিক চোট? জানতে চাইলেন দিলীপ
মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে কটাক্ষের সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। বললেন, "এটা আসল চোট নাকি রাজনৈতিক চোট? তা বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায় তাঁর"।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ফের মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে তীর্যক পূর্ণ মন্তব্য গেরুয়া শিবিরের। গতকাল প্রশ্ন তুলে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বললেন, “এটা আসল চোট নাকি রাজনৈতিক চোট? তা বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায় তাঁর। এদিকে সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল তাঁকে”। এদিন এমন ভাবেই তীর্যকপূর্ণ মন্তব্যে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ ঘোষ।