নারী পাচার থেকে নাবালিকাদের বিয়ে, এগিয়ে বাংলা! নিশানা দিলীপের

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের মাঝিপাড়া এলাকায় বসলো হাইমাস্ট লাইট।খালকোনা গ্রামে বসানো হল সাবমার্সাল। প্রকল্পের উদ্বোধনে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
dilip attack tmc

দিলীপ ঘোষ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের মাঝিপাড়া এলাকায় বসলো হাইমাস্ট লাইট।খালকোনা গ্রামে বসানো হল সাবমার্সাল। সাংসদ তহবিলের টাকায় এই প্রকল্প গুলোর উদ্বোধন করে মালদার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাংসদ দিলীপ ঘোষ। স্কুলে বন্দুকবাজের হানা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি তোপ দাগেন রাজ্যের সরকারকে। বলেন, ''নারী পাচারে এগিয়ে পশ্চিমবঙ্গ। নাবালিকা মেয়েদের বিবাহে সবচেয়ে এগিয়ে। নাবালিকা গর্ভবতীদের সংখ্যায়ও এগিয়ে বাংলা।অত্যাচারেও এগিয়ে।বাচ্চাদের সুরক্ষা নেই । তাদের স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ কাজ করছে না। অভিযোগ করতে গেলে মিথ্যা কেস দিচ্ছে।''