/anm-bengali/media/media_files/LOaHyeIR7chmFAFuBSf0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের প্রান্তিকতম গ্রামেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্যের ১ কোটি ৩৫ লক্ষ পরিবারের কাছে পাঠানো হবে বিশেষ একটি প্রসাদের বাক্স, যা আসবে সরাসরি দিঘার জগন্নাথ ধাম থেকে।
মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যবাসীর ঘরে ঘরে জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দেওয়ার। এবার সেই ঘোষণাকেই বাস্তবে রূপ দিচ্ছে রাজ্য সরকার। ১৭ জুন থেকে এই কর্মসূচি শুরু হবে এবং রথযাত্রার আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে। দেরি হলে ৪ জুলাই উল্টো রথ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/6BHw9WJRZVqLejGAN091.jpg)
প্রসাদের বাক্সে কী কী থাকবে?
তথ্য ও সংস্কৃতি দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বাক্সে থাকবে - জগন্নাথ মন্দিরের একটি ছবি, একটি করে প্যারা ও গজা, পুজো করা খোয়া ক্ষীর, এলাকার নির্বাচিত সেরা মিষ্টি প্রস্তুতকারকের মিষ্টি।
কীভাবে পৌঁছবে এই বাক্স?
গ্রাম ও শহরতলিতে - বিডিও ও এসডিওদের মাধ্যমে জেলা প্রশাসন এই বিতরণ করবে।
শহরে - কলকাতায় কাউন্সিলরদের দেওয়া হয়েছে দায়িত্ব, ওয়ার্ডভিত্তিক রোডম্যাপ তৈরি হচ্ছে।
প্যাকেজিংয়ের কাজ করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী।
দুয়ারে রেশন পরিকাঠামো ব্যবহার করে হবে বিতরণ।
মাইকিং ও প্রচার হবে পাড়ায় পাড়ায়, জানিয়ে দেওয়া হবে কোথা থেকে কবে প্রসাদ সংগ্রহ করা যাবে।
শুধু সাধারণ মানুষ নয়, এই প্রসাদ যাবে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতেও। এমনকি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ইতিমধ্যেই এই প্রসাদ পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us