New Update
/anm-bengali/media/media_files/8KrPR804kTP85ehVFqEj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে এবার পা রাখলেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সদস্যের বিশেষ দলকে সঙ্গে নিয়েই আজ সকালে সন্দেশখালিতে পা রাখলেন ডিআইজি সিআইডি। তাঁর সঙ্গেই দলে রয়েছেন আরও এক ডিআইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক দেবস্মিতা দাসও। এদিন সকালে প্রথমে তারা যান সন্দেশখালি থানায়। তারপর সেখান থেকে গ্রামে গিয়েছেন তারা। কথা বলছেন গ্রামের মহিলাদের সাথে।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us