Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wsGuwrUWNmMV9FpOtCge.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের শহর কলকাতার বুকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগলো ধাপা মাঠপুকুরে। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথম আগুন লাগার খবর আসে। ধাপা মাঠপুকুর সায়রাবাদে এক মোবিল কারখানায় এই আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারখানার পাশেই রয়েছে বসত বাড়ি। ফলে বিপদ বাড়ছে প্রতিনিয়ত।
/anm-bengali/media/media_files/WBM3MZNtu38fDB9akcPA.png)
ইতিমধ্যেই পাশের বাড়ি ফাঁকা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও দমকল বাহিনী।
/anm-bengali/media/media_files/Piiqbn5Ue9cZnULbWlqv.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us