উষ্ণতা দিয়েই শুরু হল দেবীপক্ষ

খানিকটা গরম নিয়েই শুরু দেবীপক্ষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-10-14 at 07.27.39 (1).jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ মহালয়া। পুজোর ফাইনাল কাউন্টডাউন শুরু। তবে যদি কিছু বছর আগের মহালয়ার সকালটা ভাবেন, তাহলে বুঝতে পারবেন আবহাওয়া কীভাবে পরিবর্তিত হয়েছে। কিছু বছর আগে পর্যন্তও মহালয়ার সকালে হিমের পরশ লাগত। হাল্কা হাল্কা ঠান্ডা অনুভব হত। কিন্তু আজকের সকাল মোটেই সেরকম ছিল না।

খানিকটা গরম নিয়েই শুরু দেবীপক্ষ। যদিও হাওয়া অফিস গতকালই জানিয়েছে, আসতে আসতে রাজ্যে প্রবেশ করতে শুরু করবে উত্তুরে হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা কমবে। শুষ্ক হবে আবহাওয়া। আবহাওয়া অবশ্য শুষ্ক হয়েছে। কিন্তু গরম কমেনি। গরম যেমনকার তেমনই রয়েছে। ফলে গরমে গরমেই চলছে তর্পণ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ আপেক্ষিক আর্দ্রতা ৭৭ শতাংশ।

hiren