‘দিল্লি পুলিশ ব্রিজভূষণকে বাঁচাচ্ছে’: স্বাতি মালিওয়াল

নাবালিকা যৌন নির্যাতন মামলায় দেখা যাচ্ছে দিল্লি পুলিশের গড়িমসি। পকসো আইনে মামলা রুজুর পরও অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি দিল্লি পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Swati-Maliwal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মহিলা ও শিশু উন্নয়ন দফতরের ডেপুটি ডিরেক্টরের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু হয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যুক্ত হয়েছে তাঁর নাম। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ডিসিডব্লিউ প্রধান স্বাতি মালিওয়াল। অথচ তাঁর কথায় এই মামলায় দেখা যাচ্ছে দিল্লি পুলিশের গড়িমসি। পকসো আইনে মামলা রুজুর পরও সেই অভিযুক্ত ডেপুটি ডিরেক্টরকে এখনও গ্রেফতার করেনি দিল্লি পুলিশ।

এই জন্যেই দিল্লির যে হাসপাতালে ওই নাবালিকা ভর্তি রয়েছে, সেখানেই 'ধর্নায়' বসেছেন স্বাতি মালিওয়াল। এদিন তিনি সাফ ভাষায় প্রশ্ন করেন, “দিল্লি পুলিশ কেন এখনও তাঁকে গ্রেফতার করেনি? সে কতোটা প্রভাবশালী যে এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি দিল্লি পুলিশ? দিল্লি পুলিশ গুন্ডামিতে লিপ্ত। তারা আমাকে মেয়ে বা তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। আমি বুঝতে পারছি না দিল্লি পুলিশ আমার কাছ থেকে কী লুকাতে চায়। NCPCR চেয়ারপার্সনকে অনুমতি দেওয়া হয়েছিল মেয়েটির মায়ের সাথে দেখা করতে। অথচ আমার কাজ শিশু সুরক্ষা নিয়েই, সেখানে আমাকে দেখা করতে দিচ্ছে না। কি রহস্য রয়েছে? এই ভাবেই দিল্লি পুলিশ ব্রিজ ভূষণকেও বাঁচাচ্ছে। সাধারণ কেউ হলে এতোক্ষণে দিল্লি পুলিশ ব্যবস্থা নিয়ে নিত। কিন্তু এরা প্রভাবশালী বলে তাদেরকে বাঁচাচ্ছে দিল্লি পুলিশ”।