দিল্লিতে জলের কালোবাজারি!

দিল্লিতে জল সংকট সম্পর্কে মন্তব্য করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
virendra sanchdebe.jpg

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে জল সংকট সম্পর্কে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "আমরা জল সরবরাহের বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছি।

virendrar sanchdevav2.jpg

দিল্লির মানুষ এক এক এক ফোঁটা জলের জন্য আকুল হয়ে উঠেছে এবং আপ বিধায়ক ও মন্ত্রীরা জল বিক্রি করছে। 

virendrar sanchdevav1.jpg

যদি এই চুরি ও কালোবাজারি বন্ধ হয় তবে দিল্লিতে জল পাওয়া যাবে।"