মাকে ভালোবেসে ধরিত্রীর বুকে গাছ লাগাবার আবেদন জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' সম্পর্কে মন্তব্য করলেন দিল্লির বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
bansuri swaraj.JPG

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' সম্পর্কে দিল্লির বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেছেন, "সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় ছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রত্যেকের মায়ের নামে একটি করে গাছ লাগানোর আবেদনটি। 

bansuri swraj .jpg

এর মাধ্যমে আপনি আপনার মায়ের প্রতি শুধু আপনার ভালোবাসা প্রকাশ করছেন তা নয়, আপনি পরিবেশও রক্ষা করার কাজেও নিয়োজিত হচ্ছেন।"

RSTGHJK



Adddd