দেশসেবায় নতুন সেনা, পুণেতে অনুষ্ঠিত হল এনডিএ-র প্যারেড

পুণেতে অনুষ্ঠিত হলো এনডিএ-র ১৪৮তম কোর্সের পাসিং আউট প্যারেড। অনুষ্ঠানটি পর্যালোচনা করেন মিজোরামের রাজ্যপাল ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের পুণেতে আজ অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র ১৪৮তম কোর্সের পাসিং আউট প্যারেড। এই বিশেষ অনুষ্ঠানে দেশজুড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।

publive-image

প্যারেডটি পর্যালোচনা করছেন মিজোরামের রাজ্যপাল এবং সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত), যিনি PVSM, AVSM, YSM সম্মানে ভূষিত।

এই প্যারেড দেশসেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ নতুন সেনা অফিসারদের আত্মবিশ্বাস ও কর্তব্যপরায়ণতার প্রতীক হিসেবে গণ্য হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও ক্যাডেটদের পরিবারবর্গ।