/anm-bengali/media/media_files/2025/05/30/1000213439-599712.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের পুণেতে আজ অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র ১৪৮তম কোর্সের পাসিং আউট প্যারেড। এই বিশেষ অনুষ্ঠানে দেশজুড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।
প্যারেডটি পর্যালোচনা করছেন মিজোরামের রাজ্যপাল এবং সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল ভি কে সিং (অবসরপ্রাপ্ত), যিনি PVSM, AVSM, YSM সম্মানে ভূষিত।
এই প্যারেড দেশসেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ নতুন সেনা অফিসারদের আত্মবিশ্বাস ও কর্তব্যপরায়ণতার প্রতীক হিসেবে গণ্য হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও ক্যাডেটদের পরিবারবর্গ।
#WATCH | Maharashtra | Passing Out Parade of 148th Course, National Defence Academy (NDA) underway in Pune.
— ANI (@ANI) May 30, 2025
The parade is being reviewed by General VK Singh, PVSM, AVSM, YSM (Retd), Governor of Mizoram & former Chief of the Army Staff (COAS).
(Source: National Defence Academy) pic.twitter.com/R8qdjStG16