New Update
/anm-bengali/media/media_files/2025/02/26/YAZVXYNnW8TswSZMmxGC.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাছে উঠে প্রায় সাড়ে তিন ঘণ্টা বসে থাকেন। স্থানীয়রা প্রথমে চোর সন্দেহ করে তার কাছে জমায়েত হতে শুরু করেন। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় পর, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ওই ব্যক্তিকে গাছ থেকে নামানো হয়।
/anm-bengali/media/media_files/2025/02/26/1000162009-278465.jpg)
পরে জানা যায়, ওই ব্যক্তি পিংলার বেলুন এলাকার বাসিন্দা শানু শিং, যিনি মানসিক ভারসাম্যহীন। গাছের উপর উঠে থাকার কারণ হিসেবে তার মানসিক অবস্থার প্রভাব ছিল। পুলিশ ও দমকল বাহিনী যথাসম্ভব চেষ্টা করে তাকে নিরাপদে নামিয়ে আনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us