রাজ্যে ভারী বৃষ্টিপাত-বন্যা, ধ্বংস সব! মৃত ৭৮, নিখোঁজ বহু

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।

New Update
ল,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার ও পুনর্গঠন কাজ নিয়ে আলোচনা করতে রবিবার সকালে তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে নিয়ে রিও গ্রান্ডে দো সুলে পৌঁছেছেন।

এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, 'আমলাতন্ত্র আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না, রাষ্ট্রের মাহাত্ম্য পুনরুদ্ধারে আমাদের বাধা হয়ে দাঁড়াবে না।'

রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইতে বলেন, 'এটি একটি যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ পরবর্তী পদক্ষেপের প্রয়োজন হবে।'

Add 1