Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/FaOhwl8T7q5gB4LcopUt.webp)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বাংলাদেশ থেকে কলকাতায় এসে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিজ আনার।সিআইডি ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে যে, প্রথমে অজ্ঞান করে তারপর শ্বাসরোধ করে খুন করা হয় বাংলাদেশের এই সাংসদকে। সম্প্রতি, সমাজ মাধ্যমে আনোয়ারুল আজিজ আনারের মরদেহের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/post_attachments/771b03a2f438c88bd5362d95d694926160c54c1ec51f32bc61f7af39958b0dc3.webp?w=1200&h=675)
ভাইরাল এই ছবিটিতে সাদা কাপড় বা কাফন পরিহিত একটি মৃতদেহের ছবি দেখা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/3aedb81d76f0242d3deca66cc6f002b2e137cef714f393cde31d3043281db078.webp)
কিন্তু, সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তার মরদেহ উদ্ধারের কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আবার কলকাতা পুলিশ সূত্রে খবর, এখনও বাংলাদেশের এই সংসদের কোনও দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। অতএব, নিহত এই সাংসদের যেই ছবিটি ভাইরাল হয়েছে, সেই ছবিটি সম্পূর্ণ ভুয়ো।
/anm-bengali/media/post_attachments/47b41a54bf0e37998f21998339affb093c5946caacc5aed2b2c7907f0d72d609.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us