পুরুলিয়া, রানাঘাটের পর দাসপুর! ডাকাতির ছক, বানচাল

বড়সড় ডাকাতির উদ্দেশ্যে দাসপুরের কলড়ার একটি মাঠে উপস্থিত হয় বেশ কয়েকজনের একটি ডাকাত দল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

New Update
Screenshot 2023-08-31 115954.png

ফাইল ছবি

নিউজ ডেস্ক, দাসপুর: ডাকাতির জন্য জড়ো হওয়া ৮ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হল বন্দুক সহ ধারালো একাধিক অস্ত্র।

যা জানা যাচ্ছে, বড়সড় ডাকাতির উদ্দেশ্যে দাসপুরের কলড়ার একটি মাঠে উপস্থিত হয় বেশ কয়েকজনের একটি ডাকাত দল। সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ কলোড়ার ওই মাঠটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। শুরু হয় পুলিশ ডাকাতের খন্ড যুদ্ধ। এমনই দাসপুর পুলিশ সু্ত্রে খবর। শেষ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করতে পারে দাসপুর থানার পুলিশ।

ওই পাঁচ জনকে জেরা করার পর আরও তিনজনের নাম উঠে আসে আর তাদেরকেও গ্রেফতার করে দাসপুর পুলিশ। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ডাকাতি করার সরঞ্জাম। উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও সাথে ২ রাউন্ড গুলি। ধৃতরা হল - সুরজিৎ মাইতি, মনিরুল ইসলাম মল্লিক, নবাব পাত্র, মনোজ পাঁজা, মানিক দলুই, সুরজ দলই, শেখ আহমদ উল্লাহ, সুশান্ত দলুই।

পুলিশ সূত্রে জানা যায় দাসপুর এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল, তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের সেই উদ্দেশ্য অসফল করেছে। ধৃতদের আজ তোলা হয়েছে ঘাটাল আদালতে।

rectify impact.jpg