Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ntXVcGDpCO8RI6EM3U9P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরও একবার কীর্তি গড়ল দার্জিলিং-এর টয়ট্রেন। রেকর্ড পরিমাণ উপাজর্ন করেছে দেশের এই হেরিটেজ রেল। জানা গিয়েছে, আয়ের দিক থেকে মে মাসের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে টয়ট্রেন। এই সময়কালে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছিল বলে জানা গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের লক্ষ্মী লাভ হয়েছে ভালোই। মে মাসে ৩০ হাজার ৩০৩ জন যাত্রী টয় ট্রেনে উঠেছিলেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us